ঘরের মাঠে হোঁচট খেলো বার্সেলোনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:০২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
অবামেয়াং-তরেসদের পদচারণায় স্বরূপ ফিরছে ন্যু-ক্যাম্পে। মৌসুমের শুরুতে ধুঁকতে থাকা বার্সেলোনা সাফল্যের দেখা পাচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। শেষ ৪ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ব্লাউগ্রানারা। যার মধ্যে তিন ম্যাচের প্রত্যেকটিতে ৪ বার করে প্রতিপক্ষের জাল ভেদ করেছে কাতালানরা।
পুরনো রূপে ফেরার মিশনে এবার ঘরের মাঠে হোঁচট খেলো বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ক্যাম্প-ন্যুতে ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লেগে জাভি হার্নান্দেজের দলকে রুখে দিয়েছে তার্কিশ ক্লাব গালাতাসারে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
পয়েন্ট হারালেও ম্যাচে চেষ্টার কমতি ছিল না বার্সেলোনারা। গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করা কাতালানরা ৬৯শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ১৬টি শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে ৩১ শতাংশ বল দখলে রাখা গালাতাসারেমাত্র ৩টি শটের একটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।
স্প্যানিশ লা লিগায় রোববার এলচেকে ২-১ গোলে হারানো ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে জাভির বার্সেলোনা। ২৬তম মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয় বার্সেলোনা। ডি-বক্সের ঠিক বাইরে পেদ্রি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় তারা। মেম্ফিস ডিপাইয়ের শট ফ্রি কিক ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গালাতাসারে গোলরক্ষক ইনাকি পেনা।
৩৬তম মিনিটে অল্পের জন্য গোল খায়নি বার্সেলোনা। সের্জিনো দেস্তের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন মোহাম্মদ কেরেম আকতুরকগলু। তবে তার্কিশ উইঙ্গারের শটে এরিক গার্সিয়ার পায়ে লেগে বল ওপরের জালে পড়ে। বিরতিতে যাওয়ার আগে আরো একবার ডিপাইকে ব্যর্থ করেন ইনাকি পেনা। বাঁ দিক থেকে ডাচ তারকার শট ঝাঁপিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। রোনালদ আরাহো, নিকো গনসালেস ও ফেরান তরেসের জায়গায় নামান জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও উসমান দেম্বেলেকে।
৫৭তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান বুসকেতস। বাঁ দিক থেকে বক্সে ডিপাইয়ের দারুণ ক্রসে স্প্যানিশ মিডফিল্ডারের হেডে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান পেনা। চার মিনিট পর বক্সের বাইরে থেকে জর্ডি আলবার নিচু শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। একটু পর ফ্রেংকি ডি ইয়ংয়ের শটও ঠেকান পেনা। ৭৩তম মিনিটে কয়েক জনের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে চেষ্টা করেন দেম্বেলে। ফরাসি ফরোয়ার্ডের শট যায় ক্রসবারের ওপর দিয়ে।
৭৯তম মিনিটে গোল পেয়ে যায় গালাতাসারে। তবে অফসাইডের খড়গে বাতিল হয় গোলটি। আগামী ১৭ মার্চ তুরস্কের ইস্তানবুলে হবে ফিরতি লেগ।