অনিন্দ্য সুন্দর কেন উইলিয়ামসনের ইনিংস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৩ পিএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:২৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
তার সৌম্যদর্শন চেহারার অনেকটাই ঢাকা পড়ে গেছে দাড়িতে। এখন তাকে দেখতে লাগে ঋষির মতো। ২২ গজে ব্যাট হাতে কেন উইলিয়ামসন তো ধ্যানমগ্ন ঋষিই বটে। তার ধ্যানজ্ঞান অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে যাওয়া। পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে উইলিয়ামসন রয়েছেন সেরা ফর্মে। এবার তিনি চতুর্থ ডাবল সেঞ্চুরি করে তিনি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে।
এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। বিরাট কোহলি, স্টিভেন স্মিথদের সঙ্গেই উচ্চারিত হয় তাঁর নাম। কেন উইলিয়ামসনকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে মেনে নিতেও আপত্তি নেই অনেকের। কেন নেই, সেই প্রমাণ তিনি প্রায় প্রতি ম্যাচেই দিয়ে যাচ্ছেন। তাঁর ২৩৮ রানের ইনিংসটি থেমেছে তৃতীয় দিন চা–বিরতির তিন ওভার আগে। তাঁর ডাবল সেঞ্চুরিতে এ মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে আছে নিউজিল্যান্ড। ৬ উইকেটে ৬৫৯ রান করে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৩৬২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে পাকিস্তান।
অবিশ্বাস্যই লেগেছে উইলিয়ামসনের ইনিংসটি। স্থিতধী আবার আক্রমণাত্মক—যখন যেটি প্রয়োজন, তেমনই খেলেছেন তিনি। পাকিস্তানি বোলারদের সাজানো ফাঁদগুলো কী অসাধারণ দৃঢ়তার সঙ্গেই এড়িয়েছেন; যদিও ১৭৭ রানের মাথায় আজহার আলী ক্যাচ ফেলে দিয়েছিলেন তাঁর।
৯ ঘণ্টা ৩৩ মিনিটের ইনিংসটি শুরু হয়েছিল ইনিংসের ২০তম ওভারে। তিনি যখন ফাহিম আশরাফের বলে শান মাসুদের হাতে ধরা পড়েন, তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৯৯/৬, পাকিস্তানের চেয়ে এগিয়ে ৩০২ রানে।
নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের সময়টা কাটছে দুর্দান্ত। তাঁর সর্বশেষ তিনটি ইনিংসের রান—২৫১, ১২৯ ও ২১। সেঞ্চুরি কালই পেয়েছিলেন। আজ দিনের শুরুতে আরও ১১ রান করে তিনি নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭০০০ রান পূর্ণ করেন। তাঁর আগে টেস্ট ক্রিকেটে ৭০০০ রান করা অন্য দুই কিউই হলেন রস টেলর ও স্টিফেন ফ্লেমিং।
উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই টুইট করেছেন ভারতের সাবেক ব্যাটিং তারকা ভিভিএস লক্ষ্মণ। আইপিএলে তিনি উইলিয়ামসনের দল সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর। তিনি লিখেছেন, ‘উইলিয়ামসনের এ ডাবল সেঞ্চুরিতে আমি মোটেও অবাক নই।’
নিউজিল্যান্ড অধিনায়কের এমন সাফল্যের রহস্য কী! কী করেই–বা তিনি করে যাচ্ছেন এমন অবিশ্বাস্য ব্যাটিং। এর উত্তরও দিয়েছেন লক্ষ্মণ, ‘অবিশ্বাস্য অধ্যবসায়, নিষ্ঠা আর নিজের কাজের প্রতি সততা এই সাফল্যের পেছনের গল্প। উইলিয়ামসন যেকোনো তরুণ ক্রিকেটারের সত্যিকারের রোল মডেল।’
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম দুটি শব্দেই সেরেছেন, ‘সত্যিকারের জিনিয়াস।’