জিম্বাবুয়ে ক্রিকেটের সকল কার্যক্রম স্থগিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৭ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ চলছে বিশ্বজুড়ে। এরইমধ্যে জিম্বাবুয়ে সরকার দেশটিতে লকডাউন ঘোষণা করেছে। যার ফলে জিম্বাবুয়ে ক্রিকেটের সকল কার্যক্রম স্থগিত করতে হয়েছে।
এক সপ্তাহে জিম্বাবুয়েতে ১৩৪২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ২৯। ফলে অন্য কোনো উপায় না দেখে কারফিউ জারি করা হয়। পুনরায় চালু হওয়া বিদ্যালয়গুলো ফের বন্ধ করা হয়েছে।
এই সিদ্ধান্তে ফলে অবশ্য বিপাকে পড়েছে দেশটির ক্রিকেট। কেননা ৪ জানুয়ারি থেকেই তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। জেডসি জানিয়েছে, এই টুর্নামেন্টটি এখন স্থগিত করা হয়েছে।
এদিকে জানুয়ারির শেষদিকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে পরিস্থিতি কেমন হয় তার ওপর নির্ভর করছে এই সিরিজটি। এছাড়া এ বছরই জিম্বাবুয়ে নিজ দেশের মাটিতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের চিন্তা করছে।