নতুন সন্তানের খবর আনন্দের-সাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ এএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেই সিরিজে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টারবয়’ সাকিব আল হাসান।
আজ রবিবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব। দেশে ফিরেই অনাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া চাইলেন সাকিব।
উচ্ছ্বসিত কণ্ঠে সাকিব বলেন, ‘নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই বাচ্চা যেন সুস্থ থাকতে পারে।’
এর আগে গত নভেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় দেশেই ছিলেন সাকিব। জেমকন খুলনার হয়ে খেলেছেন তিনি। দল ফাইনাল জিতলেও সেখানে কোনো অবদান রাখতে পারেননি সাকিব। তার আগেই শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র পৌঁছার আগে মারা যান উম্মে আহমেদ শিশিরের বাবা। সেই শোক সয়ে নতুন বছরে সুখবর দেন সাকিব। গত ১ জানুয়ারি সকালে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে তৃতীয় সন্তান আগমনের বার্তা দেন সাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন– ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
এবারের দেশে ফেরাকে আলাদাভাবে দেখছেন সাকিব। কারণ পরিবারের নতুন অতিথির আগমনের সুখবর ও আন্তর্জাতিকে প্রত্যাবর্তনের বিষয়টি জড়িয়ে আছে এবার। গত অক্টোবর-নভেম্বরে শ্রীলংকায় টেস্ট সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তখন। এবার আর কোনো ঝামেলা না বাধলে ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিকে প্রত্যাবর্তন ঘটবে সাকিবের। সে জন্য সিরিজটিকে ঘিরে স্বপ্ন বুনছেন সাকিব। তিনি বলেন, ‘আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে৷ কোনো চাপ নেই৷ তবে ব্যাপারটা সহজ হবে না আমার জন্য৷ চেষ্টা করব আগের জায়গায় ফেরার৷ শ্রীলংকা যেতে পারিনি। সেটি ছিল হতাশার৷ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ যে তারা আসছে৷ সিরিজটি খেলতে মুখিয়ে আছি। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা ভালো না করি তা হলে বিষয়টি হতাশার হবে।’ সব মিলিয়ে এবারের ফেরাটা আলাদা বলেই মনে করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।