উন্মুক্ত টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও রহিমা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৬ এএম, ২ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:৫৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিজয় দিবস উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষ এককে মুহতাসিন আহমেদ হৃদয় ও নারী এককে রহিমা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন।
আজ শুক্রবার প্রতিযোগিতার শেষদিনে বাংলাদেশ পুলিশের মুহ্তাসিন আহমেদ হৃদয় ৪-১ সেটে বাংলাদেশ আনসারের মোহাম্মদ জাভেদ আহমেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
মেয়েদের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রহিমা আক্তার ও বাংলাদেশ আনসারের সোনাম সুলতানা সোমা। কিন্তু ফাইনালটি শেষ হতে পারেনি। ফাইনাল চলাকালীন বাংলাদেশ আনসারের সোনাম সুলতানা সোমা পায়ে ব্যথা পান। তিনি আর খেলতে পারেননি। ওই সময় পর্যন্ত ফাইনালের স্কোর ছিল রহিমা-৭ : সোমা-৬। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের নিয়ম অনুসরণ করে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন রহিমা আক্তারকে চ্যাম্পিয়ন ঘোষণা করে।
সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আসাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মফিজ আল আসাদ ও পুলিশ কর্মকর্তা (এডিশনাল ডিআইজি) রিয়াজ আলম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর। এই টুর্নামেন্টে প্রথমারের মতো বাংলাদেশ পুলিশ ছেলেদের ও মেয়েদের দল গঠন করে। পুলিশের ছেলেদের দল রানার্সআপ ও মেয়েদের দল চ্যাম্পিয়ন হয়েছে।