সপ্তম ব্যালন ডি’অর জিতলেন মেসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৫৫ পিএম, ৩০ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সপ্তম বারের মতো ব্যাল ডি’অর জিতলের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাতে ফ্রান্সে এক বর্ণিল সন্ধ্যায় ঘোষণা করা হয় ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার।
এবার মেসি পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডভস্কিকে। এবারের ব্যালন জিতে মেসি উঠে গেছেন চূড়ায়। আগে থেকেও দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে একটি বেশি ব্যালন ডি’অর ছিল তার। এবার সংখ্যাটা করলেন দুই।
আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। এক বছর বিরতি দিয়ে আবারো জিতলেন এই ট্রফি। আরো প্রায় এক দশক আগে বার্সেলোনার কিংবদন্তি ও কোচ ইয়োহেন ক্রুইফ বলে গিয়েছিলেন, ‘মেসি হয়তো ৫, ৬ বা ৭টি ব্যালন ডি’অর জিতবে।’ এক দশক পর তার কথাটি সত্যে পরিণত করলেন আর্জেন্টাইন তারকা।
১৯৫৬ সালে প্রথমবার দেয়া হয় ব্যালন ডি’অর। তখন কেবল ইউরোপের সেরা খেলোয়াড়কে পুরস্কার দেয়ার নিয়ম ছিল। ১৯৯৫ সাল থেকে ইউরোপে খেলা বিশ্বের যেকোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
২০০৭ সাল থেকে সেটি দেয়া হচ্ছে বিশ্বের যেকোনো জায়গায় খেলা ফুটবলারদের।