বলের আঘাতে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০৮ পিএম, ২১ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৮:২৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিপদে জেরমি সোলোজানো। বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ক্রিকেটার।
আজ রবিবার (২১ নভেম্বর) শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
ইনিংসের ২৪তম ওভারে রোস্টন চেজের একটি শর্ট ডেলিভারি সজোরে মারতে চেয়েছিলেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে।
এ সময় শর্ট লেগে ফিল্ডিং করছিলেন জেরমি সোলোজানো। করুণারত্নের সেই জোরালো পুল শট সরাসরি গিয়ে সোলোজানোর মাথায় আঘাত লাগে। হেলমেট পরে ফিল্ডিং করেছিলেন তিনি। তারপরও বল এতটাই জোরে মাথায় আঘাত লাগে যে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সোলোজানো।
দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করেন তার। তবে চোট খুবই গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সোলোজানোকে। এরপর এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে মাথার স্ক্যান করার জন্য সোলোজানোকে নিয়ে যাওয়া হয়েছে। তার এখনো জ্ঞান রয়েছে।