ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৬ এএম, ২৭ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩০ এএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাছাই পর্বে জবুথবু অবস্থা। সুপার টুয়েলভ মিশনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। হারতে হয়েছে শ্রীলঙ্কার সাথে। আগামীকাল বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে, তা নিয়ে আছে ঢের সংশয়। কিন্তু ম্যাচের আগের দিন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন শোনালেন অভয়ের বাণী। তার মতে, শুধু ইংল্যান্ড কেন, বিশ্বকাপে কোনো দলকেই ভয় পায় না বাংলাদেশ।
আজ মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের কোনো দলকে ভয় পাই না। ইংল্যান্ড খুবই শক্তিশালী ব্যাটিং দল। ওরা আগ্রাসী ক্রিকেট খেলবে। আমরা এখানে এসেছি প্রতিযোগিতা করতে, জিততে। কাল এটাই করার চেষ্টা করব।’
একটা সময় ইংল্যান্ডের কোচ ছিলেন গিবসন। ফলে সেই দলের হালহকিকত মোটামুটি জানা তার। বাংলাদেশ দলের কৌশল কেমন হতে পারে সাবেক এই চ্যাম্পিয়নদের বিরুদ্ধে? গিবসন জানালেন, ‘ইংল্যান্ড ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে। আমি আমাদের বোলার ও ব্যাটসম্যানদের সাথে এ নিয়ে কথা বলেছি। ওদের বোলাররা সব সময় উইকেট নেয়ার চেষ্টা করবে। ব্যাটসম্যানরাও সব সময় রান করে বোলারদের চাপে রাখতে চাইবে। ওদের বিপক্ষে অস্থির না হওয়ার বার্তা দিয়েছি ছেলেদের। একটা ভালো বল করেও হয়তো মার খাবে। কিন্তু তখন শান্ত থাকতে হবে। এভাবেই তারা খেলে, এটাই তাদের মানসিকতা। সেইসাথে আমরা উইকেট নেয়ার সুযোগও পাব। আমাদের শান্ত থাকতে হবে। দক্ষতা ও পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। বোলারদের শান্ত থাকতে হবে যতটা সম্ভব।’
আবুধাবির উইকেট যদি স্পিন-সহায়ক হয়, সে ক্ষেত্রে ইংলিশদের চেপে ধরার সুযোগ থাকবে বাংলাদেশ দলের। এ প্রসঙ্গে গিবসন বলেন, ‘যদি কন্ডিশন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে সাহায্য না করে, তখন ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে আসবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওরা ৫৫ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েছে। মঈন রানআউট হয়েছিল। কিন্তু বাকি ব্যাটসম্যানরা আগ্রাসী খেলাটা খেলতে গিয়ে আউট হয়েছিল। আমরা যদি আমাদের দিনে ভালো খেলি, তাহলে ওরাই আমাদের জেতার বা ম্যাচে কিছু একটা করার সুযোগ করে দেবে। আমরা যদি ওই সুযোগগুলো নিই, তাহলে ফল আমাদের পক্ষে আসবে।’