শাস্তি পেলেন লিটন ও কুমারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৭ এএম, ২৬ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৩৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বিবাদে জড়িয়েছিলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা ও বাংলাদেশি ব্যাটার লিটন দাস। এবার দু'জনই শাস্তি পাচ্ছেন। তাদেরকে কোড অব কন্ডাক্টের পৃথক ধারা ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র উল্লেখযোগ্য অংশ জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
অভিযোগে বলা হয়েছে, তারা প্রথম মাত্রার অপরাধ করেছে। লেভেল-১ এর আওতায় কুমারার ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ এবং লিটনের ১৫ শতাংশ কাটা হয়েছে। পাশাপাশি কোড অব কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভঙ্গ করেছেন কুমারা। আর লিটন ভঙ্গ করেছেন ২.২০ নম্বর ধারা। দুটোই স্পিরিট অব গেমের পরিপন্থী।
জানা গেছে, লিটন ও কুমারা দুজনই শাস্তি মেনে নিয়েছেন। এ জন্য আর কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
শারজার ওই ঘটনা টিবির পর্দায় ভেসে স্পষ্ট দেখা যায়। দুই দলের দুই ক্রিকেটার তীব্র বাগিবত-ায় জড়িয়ে পড়েন। সেই সময় শ্রীলঙ্কার অন্য ক্রিকেটার মাঝে এসে দুজনকে নিয়ে না থামালে আরও বড় ঝামেলা ঘটে যেতে পারতো।
ষষ্ঠ ওভারের পঞ্চম বলে কুমারার বলেই ক্যাচ দিয়ে ১৬ বলে ১৬ রানে আউট হন লিটন। মিড অফে শানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের ওপেনার। লিটন সাজঘরে ফিরে যাওয়ার সময় তার উদ্দেশে মন্তব্য করেন কুমারা। বিন্দুমাত্র অপেক্ষা না করে শ্রীলঙ্কার জোরে বোলারের দিকে ব্যাট উঁচিয়ে পাল্টা জবাব দিতে শুরু করেন লিটন। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি আরও গরম হয়ে যায়।
বাংলাদেশের অন্য ওপেনার নাঈম ও শ্রীলঙ্কার অন্য ক্রিকেটার এসে আলাদা করেন দুজনকে। এগিয়ে আসেন আম্পায়াররাও। লিটন এবং কুমারাকে ধাক্কাধাক্কি করতেও দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের কোচ ডমিঙ্গোকে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। লিটন ব্যাট করার সময় কুমারার একটি ডেলিভারিতে ড্রাইভ করলে সেটা ফিরে আসে শ্রীলঙ্কার বোলারের হাতেই। সঙ্গে সঙ্গে সেই বল লিটনের দিকে ছুঁড়ে দিয়েছিলেন তিনি। লিটনের গায়ে অবশ্য বল লাগেনি। তবে ক্রিকেট পন্ডিতদের মতে সেই ঘটনার জন্য মাথা গরম করে কুমারার দিকে তেড়ে গিয়েছিলেন লিটন।