ওল্ড ট্র্যাফোর্ডে সালাহ'র হ্যাটট্রিকে বিধ্বস্ত ম্যানইউ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:২৪ পিএম, ২৫ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৪৬ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রতিপক্ষের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দূর্দান্ত এক জয় পেয়েছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৫-০ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ।
পঞ্চম মিনিটে নাবি কাইতা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জটা। দুই অর্ধ মিলিয়ে ১২ মিনিটে হ্যাটট্রিক করেন সালাহ।
দারুণ এ জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। দুঃস্বপ্নময় হারে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২০।
এদিন বলের নিয়ন্ত্রণে একচছত্র আধিপত্য করে লিভারপুল। ৬৪ শতাংশ সময় বল দখলে রাখে তারা। ম্যানইউর চেয়ে (১২টি) আক্রমণেও এগিয়ে (১৯টি) ক্লপের দল। ইউনাইটেড চারটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হলেও পায়নি জালের দেখা। লিভারপুল লক্ষ্যে রাখা ৮টি প্রচেষ্টা থেকে তুলে নেয় পাঁচটি গোল।
হতাশায় মেজাজ হারিয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে হলুদ কার্ড দেখেন রোনালদো। দ্বিতীয়ার্ধের নিজেকে চেনাতে পারেননি এই পর্তুগীজ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। তবে এর আগেই পাঁচ গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
এ নিয়ে টানা ১০ ম্যাচ গোল করলেন সালাহ এবং লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্বও দেখালেন তিনি।