অক্টোবরে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৮ এএম, ২৭ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১২:৪৭ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সীমিত ওভারের সিরিজ খেলতে চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে পাঁচটি ওয়ানডে খেলবে যুবারা। আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ পুরোটাই হবে বায়োবাবলে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কোচ আভিষ্কা গুনাবর্ধনে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিকে ভীষণ গুরুত্ববহ মনে করছেন। ২০২২ যুব বিশ্বকাপের দল সাজাতে এই সিরিজটি কাজে দেবে বলে আশা তার। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৫ অক্টোবর। পরের ম্যাচগুলো যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। সিরিজের ভেন্যু এখনও ঠিক হয়নি।