ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে রিয়ালের ড্র
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০২:৪৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরু করেছিল একটি সুখবর দিয়ে। দিনের শুরুতে আতলেতিকো মাদ্রিদ হেরে বসায় এই সপ্তাহে লিগের শীর্ষস্থান হারানোর কোনো আশঙ্কা ছিল না রিয়ালের। সে কারণেই হয়তো কোচ কার্লো আনচেলত্তি আজ বেশ পরীক্ষা–নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন।
সে পরীক্ষা ভালো ফল এনে দেয়নি। প্রথম ৬ ম্যাচে ২১ গোল করা রিয়াল আজ ঘরের মাঠে কোনো গোল পায়নি। ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
আগের ম্যাচেই রাইটব্যাক দানি কারভাহাল চোট পেয়েছেন। তাঁর জায়গা এত দিন লুকাস ভাসকেজ বা নাচো নিতেন। কিন্তু আনচেলত্তি সেটা না করে মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে রাইটব্যাক হিসেবে নামিয়ে দেন। গত মৌসুমে উপায় না দেখে একই কাজ করেছিলেন জিদান। লিভারপুলের বিপক্ষে সে পরীক্ষায় পার পেয়েছিল রিয়াল।
কিন্তু আজ আনচেলত্তির আরেকটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে। একদিকে ভালভার্দে রাইটব্যাক হিসেবে খেলছেন, ওদিকে মিডফিল্ডে খেলেছেন লুকা মদরিচ, কাসেমিরো ও মার্কো আসেনসিও। আগের ম্যাচেই মিডফিল্ডে নেমে হ্যাটট্রিক করেছিলেন আসেনসিও।
কিন্তু সেদিন তাঁর পাশে ছিলেন প্রাণবন্ত ও উদ্যমী ভালভার্দে ও কামাভিঙ্গা। আজ তুলনামূলক অনেক বয়সী দুই মিডফিল্ডার পাশে থাকায় আসেনসিও যখন বারবার উঠে যাচ্ছিলেন, মাঝমাঠে শূন্যতা সৃষ্টি হচ্ছিল। আর সে সুযোগে প্রাধান্য বিস্তার করছিল ভিয়ারিয়াল।
সেটা আক্রমণেও প্রভাব ফেলেছে। রিয়াল আক্রমণ বেশি করেছে, শটও বেশি নিয়েছে, কিন্তু গোলমুখে ছিল না একটি শটও। ওদিকে থিবো কোর্তোয়ার দুবার বড় পরীক্ষা নিয়েছে ভিয়ারিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে তাই রদ্রিগোকে তুলে কামাভিঙ্গাকে নামান আনচেলত্তি। মাঝমাঠের নিয়ন্ত্রণ আর আক্রমণে ধার—দুটিই ফিরে পায় রিয়াল। কিন্তু জোড়াতালি দিয়ে সৃষ্ট রক্ষণের ফাঁক ঢাকা যায়নি। ৫৪ থেকে ৫৬ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করে অতিথি দল।
৭২ মিনিটে উপায় না দেখে এডেন হ্যাজার্ডকে নামান আনচেলত্তি। এরপর বল ভিয়ারিয়াল ডি-বক্সের চারপাশেই শুধু ঘুরপাক খেয়েছে। কিন্তু গোল আর পায়নি কোনো দল।