ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া-উইন্ডিজকে স্বাগত জানাবে আফগানিস্তান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৬ এএম, ৬ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫৬ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্টোবরের প্রথম সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে অন্য দুই দল হলো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি এসিবি এটিও নিশ্চিত করেছে যে, ২৭ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট খেলবে তারা।
গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর থেকেই দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চলছে অনিশ্চয়তা। তবে এসিবি’র প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি দেশের ক্রিকেটের ব্যাপারে ইতিবাচক রয়েছেন। এরই মধ্যে গত শুক্রবার কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় খেলোয়াড়দের দুই দলে ভাগ করে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
তবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি নিজেদের দেশে আয়োজন করবে না আফগানিস্তান। শিনওয়ারি জানিয়েছেন, কাতার বা আরব আমিরাতে এই টুর্নামেন্ট। ভেন্যু চূড়ান্ত হওয়ার পরই মূলত ত্রিদেশীয় সিরিজটির সূচি ও অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর বাইরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টের নিশ্চয়তাও দিয়েছেন শিনওয়ারি। এ ম্যাচটি হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। করোনাভাইরাসের কারণে তা এখন হবে চলতি বছরের নভেম্বরে। হোবার্টে হবে এই ম্যাচটি।