বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান ফ্রান্স প্রবাসী ফুটবলার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৫ এএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৫৯ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
জাতীয় দলে ডাক পাওয়া ফ্রান্স প্রবাসী ফুটবলার নায়েব তাহমিদ ইসলাম বেশ রোমাঞ্চিত। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে এই মিডফিল্ডার প্যারিস থেকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি একজন ফুটবলপ্রেমী। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছি। আমি খুবই আনন্দিত।’
জেমি ডে’কে ধন্যবাদ জানিয়ে নায়েব তাহমিদ ইসলাম বলেছেন, ‘কোচ জেমি ডে’কে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে জাতীয় দলে ডাকার জন্য।’
দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফ্রান্স প্রবাসী এই ফুটবলার বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি এবং দেশের ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।’
করোনাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করে এই তরুণ ফুটবলার বলেন, ‘আশা করি করোনাকালীন সবাই পরামর্শ মেনে চলবেন এবং ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।’