দুই প্রবাসী ফুটবলার সহ বাংলাদেশ দল ঘোষণা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৪৪ পিএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কিরগিজস্তান সফরের জন্য মঙ্গলবার (২৪ আগস্ট) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ জেমি ডে। তার দলে চমক দুই প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান, ফ্রান্স প্রবাসী নায়েব মো. তাহমিদ ইসলাম এবং উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা।
রাহবার কানাডার একটি ক্লাবে ও তাহমিদ ফ্রান্সের ভের্তুর হয়ে খেলেন। মারমা জাতীয় দলে ডাক পেয়েছেন প্রথমবারের মতো। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তানে এই তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।
স্বাগতিক কিরগিজস্তান ছাড়াও অন্য দলটি ফিলিস্তিন। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশের কিরগিজস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে ১ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর ব্যস্ত সূচি বাংলাদেশের সামনে। বছরের বাকি সময়টায় সবচেয়ে বড় ইভেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে ফিফা উইন্ডোতে কিরগিজস্তানে ম্যাচ খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস মালদ্বীপ থেকে এএফসি কাপে খেলে ২৬ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান সূচি অনুযায়ী ২৭ আগস্ট পর্যন্ত খেলা রয়েছে। ২৮ আগস্ট থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সব মিলিয়ে খেলোয়াড়দের পেতে কোনো সমস্যা হবে না জেমি ডের। বাংলাদেশের কিরগিজস্তান সফর ম্যাচ শেষে শুরু হবে সাফের প্রস্তুতি। তার আগে জাতীয় দলের ১০ দিনের ক্যাম্প। এরপর সাফ খেলতে ২৮ সেপ্টেম্বর মালদ্বীপ যাবে জাতীয় দল।
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে বাজে ফলের কারণে ফিফা র্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে লাল-সবুজের প্রতিনিধিরা পিছিয়েছে চার ধাপ। আগে বাংলাদেশের র্যাংকিং ছিল ১৮৪। ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়াদের বর্তমান পজিশন ১৮৮।
গত জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। কাতারের মাটিতে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে ভারতের কাছে ২-০ এবং ওমানের কাছে ৩-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। এই তিন ম্যাচের ফলাফলের ভিত্তিতে পেছায় বাংলাদেশের স্থান।
আফগানিস্তানের বিপক্ষে ড্র, ভারত ও ওমানের বিপক্ষে হারের ফলে বিশ্বকাপ বাছাইয়ের 'ই' গ্রুপে ৮ ম্যাচ শেষে সবচেয়ে বাজে ফল করে বাংলাদেশ। ৬টি ম্যাচেই হারে জেমি ডের শিষ্যরা। ড্র করে দুটি ম্যাচে, যার ফলে ৮ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আট ম্যাচে বাংলাদেশ গোল হজম করে ১৯টি, বিপরীতে প্রতিপক্ষকে দেয় মাত্র ৩ গোল। ওই গ্রুপ থেকে তৃতীয় রাউন্ডের টিকিট পায় ওমান। একই সঙ্গে দুদলই এশিয়ান কাপে নিজেদের জায়গা নিশ্চিত করে।
বাংলাদেশ দল- গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও মিতুল মারমা। ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান। মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, নায়েব মো. তাহমিদ ইসলাম। ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।