টাইগারদের তিন দিনের কোয়ারেন্টিন শুরু মঙ্গলবার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৪ এএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৪৯ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
অস্ট্রেলিয়াবধের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও একই স্বপ্ন দেখছে বাংলাদেশ। মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ থেকে আবারও বাঘের গর্জন শোনাতে চায় বিশ্বকে। সে লক্ষ্যেই পরিকল্পনা আঁটছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে মাহমুদউল্লাহ বাহিনীর তিন দিনের কোয়ারেন্টিন পর্ব। এদিন সকালে হোটেলে উঠবে বাংলাদেশ দল।
পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন একই দিন। এরপর দলের সঙ্গে যোগ দিবেন হোটেলে। একই দিন দুপুরে হোটেলে উঠবে সফরকারী নিউজিল্যান্ড দলও। এরপর তিন দিন কোয়ারেন্টিনে থাকার পর ২৭ আগস্ট থেকে অনুশীলন করার সুযোগ পাবে দুই দল।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। ব্যক্তিগত কারণে তিনজনই সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে এই তিনজন ফিরলেও অস্ট্রেলিয়া সিরিজের একজন বাদ পড়েছেন। তিনি হলেন মোহাম্মদ মিঠুন। এছাড়া চোটের কারণে কিউইদের বিপক্ষে এই সিরিজে দলে নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও, কিউইদের বিপক্ষে সিরিজ সামনে রেখে টাইগারদের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। আসার কথা আছে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক থিলান সামারিভারারও।
আগামী ১ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হবে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয়ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে বরাবরই দুর্বল বাংলাদেশ। র্যাংকিংয়েরও তলানিতে অবস্থান মাহমুদউল্লাহ বাহিনীর। তবে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলার পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেরা পাঁচে উঠে আসার সুযোগ থাকবে টিম টাইগার্সের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মাহমুদউল্লাহ বাহিনী। যেহেতু বিশ্বকাপের আগে কিউই সিরিজই শেষ অ্যাসাইনেমন্ট, তাই পরীক্ষা নিরীক্ষা যা করার তা এই ৫ ম্যাচেই করতে চান নির্বাচকরা। ডানহাতি বাঁহাতি কম্বিনেশনে এই পজিশনে লিটন পছন্দের তালিকার শীর্ষে। তার সঙ্গে দেখা মিলতে পারে নাঈম শেখের।