জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০১ এএম, ১০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০১:৪৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ পুনরায় খেলার ব্যাপারে নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর আগে চলতি বছরের মার্চে লঙ্কা সফরে গিয়েছিল ইংলিশরা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ওয়ার্ম-আপ ম্যাচের পর নিজ দেশে ফিরতে হয় তাদের। জো রুটের দল এই সফরের জন্য দেশ ছাড়বে ২ জানুয়ারি। টেস্ট দুটি হবে ১৪ ও ২২ জানুয়ারি, গলে। শ্রীলঙ্কায় পৌঁছে সফরকারীরা হাম্বানটোটায় নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টিনে থাকবে। এই সময়ে তারা অনুশীলন করবে এবং ৫-৯ জানুয়ারির মধ্যে পাঁচ দিনে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করে নেবে।
ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টি-টোয়েন্টি সিরিজ সম্পন্ন করলেও তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে পারেনি ইংল্যান্ড। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সিরিজ পরিত্যক্ত হওয়ায় দেশে ফিরে গেছে ইংলিশরা।