মাথায় বল লেগে হাসপাতালে মঈন খানের ছেলে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৩১ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ১০:৪৪ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
পাকিস্তান দলে অভিষেকের পর থেকে সময়টা দুঃস্বপ্নের মতোই কাটছে আজম খানের!
গত মাসেই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী এ ব্যাটসম্যানের। ৩০ কেজি ওজন কমিয়ে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু অভিষেকে ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। বাবার নামের কারণে তাঁকে দলে নেওয়ার পেছনে অন্য কারণ ছিল কি না, সেটা নিয়ে ফিসফাস চলে। আজমের বাবা যে পাকিস্তানের সাবেক উইকেটকিপার মঈন খান!
তা ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও দুঃস্বপ্নের মুখোমুখি আজম। এবার ধাক্কাটা শারীরিক। গায়ানায় গতকাল পাকিস্তানের অনুশীলনে বল লেগেছে আজম খানের মাথায়, তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান দলে রীতিমতো ভয়ের শিহরণ ছড়িয়ে যাওয়ার মতোই ঘটনা।
তবে সেটি ছাপিয়ে এখন পর্যন্ত স্বস্তির খবর, আজম সুস্থ আছেন। বল লাগার মুহূর্তে বা এর পরে জ্ঞান হারাননি। সতর্কতাবশত তাঁকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মুহূর্তে চার ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ খেলছে পাকিস্তান। গত বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে, বাংলাদেশ সময় আজ রাত ৯টায় গায়ানায় হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ম্যাচে তো খেলা হচ্ছেই না আজমের, তৃতীয় টি-টোয়েন্টিতেও তিনি খেলছেন না বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চতুর্থ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কি না, সেটি বোঝা যাবে আরও পরীক্ষা-নিরীক্ষার পর।
ক্রিকইনফো জানাচ্ছে, আজমের মাথায় যে বলটা লেগেছে, সেটি এক ফাস্ট বোলারের বল ছিল বলে জানা গেছে। তবে সে সময়ে আজম হেলমেট পরা ছিলেন এবং বল লাগার মুহূর্তে কিংবা এরপরে কখনো আজম জ্ঞান হারাননি বলেই জানাচ্ছে ক্রিকইনফো।
পিসিবি বিবৃতিতে জানিয়েছে, নিউরোসার্জন আপাতত তাঁকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। আগামী সোমবার আবার আজমের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। ওই পরীক্ষা-নিরীক্ষার ফলই ঠিক করবে, চতুর্থ টি-টোয়েন্টিতে আজম খেলতে পারবেন কি না।
গত মাসে ইংল্যান্ড সফরে দলে ডাক পাওয়ার পর থেকে এখনো পাকিস্তানের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডল অর্ডারে জায়গা করে নেওয়ার মতো কিছু করতে পারেননি আজম খান। ব্যাট করেছেনই মাত্র দুটি ইনিংসে! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সেই দুই ইনিংসের প্রথমটিতে নেমেছেন ইনিংসের শেষ ওভারে, ৩ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন। পরের ম্যাচে ৪ বলে ১ রান করে আউট হয়ে গেছেন।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচ ৯ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পাননি আজম।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হক দাঁড়িয়েছিলেন আজম খানের পাশে। মিসবাহ তখন বলেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে দুটি ইনিংস দিয়েই আজম খানের সামর্থ-দক্ষতা বিচার করতে যাওয়া অন্যায্য হবে।
কিন্তু আজমের জন্য উদ্বেগের ব্যাপার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর সুযোগই তেমন পাবেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজই তাদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ। এমন মুহূর্তেই কিনা মাঠে না থেকে হাসপাতালে যেতে হলো আজমকে!
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির পর আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায়ই তৃতীয় টি-টোয়েন্টিতে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি মঙ্গলবার, একই সময়ে। আজকের ম্যাচটিসহ সিরিজের বাকি তিন টি-টোয়েন্টিই হবে গায়ানায়। টি-টোয়েন্টি সিরিজ শেষে সফরে দুটি টেস্টও খেলবে পাকিস্তান, দুটি ম্যাচই কিংস্টনে।