আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে, সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ২৬ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
আবারও আরব আমিরাতে ফিরছে আইপিএল। গত বছর করোনার কারণে পুরো আইপিএলই হয়েছিল সেখানে। এ বছর সাহস করে আইপিএলকে ভারতে ফেরানো হলেও করোনা ভেস্তে দিয়েছিল সব।
আয়োজনটা শেষ করা যায়নি, গত মে মাসে ভারতে করোনার প্রাদুর্ভাব বাড়ায় সেটি স্থগিত হয়ে যায়। মনে করা হয়েছিল, এ মৌসুমে হয়তো আইপিএল আর আয়োজনই করা সম্ভব হবে না। কিন্তু শঙ্কা কাটিয়ে আইপিএল আবারও শুরু হচ্ছে। বাকি অংশের খেলা আয়োজন করতে ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারস্থ আমিরাতের কাছেই।
আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের বাকি অংশ শুরু হতে যাচ্ছে। আইপিএলের সফলতম দুই দল—মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়েই দুবাইয়ে শুরু হতে যাচ্ছে আইপিএল।
বাকি আইপিএলের আনুষ্ঠানিক সূচি এরই মধ্যে ঘোষণা করেছে বিসিসিআই। ২৭ দিনে বাকি ৩১ ম্যাচ আয়োজিত হবে। শারজা, দুবাই ও আবুধাবি—এই তিন মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
১৩টি ম্যাচ হবে দুবাইয়ে, শারজা আয়োজন করবে ১০ ম্যাচ। আটটি ম্যাচ আবুধাবিতে। আবুধাবির প্রথম ম্যাচে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ওদিকে ২৪ তারিখে শুরু হবে শারজার খেলা। যেখানে বেঙ্গালুরু লড়বে চেন্নাইয়ের বিপক্ষে। সাত দিনে দুটি করে ম্যাচ আয়োজিত হবে। বাকি সব দিন একটি করে।
দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ার হবে ১০ অক্টোবর। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার আয়োজিত হবে শারজায়, যথাক্রমে ১১ ও ১৩ অক্টোবরে। দুবাইয়ে ১৫ অক্টোবর আয়োজিত হবে ফাইনাল ম্যাচ।
আগামী ১৭ অক্টোবর আরব আমিরাত আর ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। আইপিএলের বাকি অংশের ঘোষিত সূচি অনুযায়ী খেলা হলে বিশ্বকাপ আয়োজনের আগে আমিরাত সময় পাচ্ছে মাত্র এক দিন।
এখন পর্যন্ত আট ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস। সাত ম্যাচ খেলে পাঁচটি করে জয় নিয়ে এর পরের দুই স্থানে আছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানরেটে পিছিয়ে থাকার কারণে তৃতীয় স্থানে আছেন কোহলিরা। সাত ম্যাচে চার জয় নিয়ে এর পরের স্থানেই আছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। পরের চার স্থানে আছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।