সিরিজের ১ম টি-টোয়েন্টি, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৫৩ রান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৮ পিএম, ২২ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সিরিজের ১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। দুর্দান্ত শুরুর পরও, টাইগার বোলারদের তোপের মুখে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার মারুমানিকে হারায় জিম্বাবুয়ে। তবে ২য় উইকেটে মাত্র ৬.২ ওভারে ৬৪ রান যোগ করেন মাধভেরে ও রেজিস চাকাভা।
মাধভেরেকে ফেরান সাকিব। দুর্দান্ত খেলতে থাকা চাকাভা কিছুক্ষণ পরই রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে ২২ বলে ৪৩ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ডিয়ন মেয়ার্স খেলেন ২২ বলে ৩৫ রানের একটি ইনিংস। কিন্তু অন্যরা একের পর এক ফেরার মিছিলে যোগ দেন। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা দেখালেও, ১ ওভার বাকি থাকতেই ১৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজের মতো সংক্ষিপ্ত সংস্করণের সিরিজেও জয় দিয়ে শুরু করতে চাইলে লিটন-সৌম্যদেরকে ভূমিকা রাখতে হবে।