সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের টার্গেট ২৯৯
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৩ পিএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৫৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সিরিজের শেষ ম্যাচে এসে বাংলাদেশকে বড় পরীক্ষায় ফেললো জিম্বাবুয়ে। তৃতীয় ওয়ানডে জিততে বাংলাদেশের দরকার ২৯৯ রান।
আজ মঙ্গলবার (২০ জুলাই) হারারেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে যায় জিম্বাবুয়ে।
ইনিংস শেষে জিম্বাবুয়ের সংগ্রহ পৌঁছে ২৯৮ রানে। ৩ বল বাকি থাকতে অলআউট হয় স্বাগতিকরা। এদিন জিম্বাবুয়ের ইনিংসে ফিফটি হাঁকান তিন ব্যাটসম্যান।
সর্বোচ্চ ৮৪ রান আসে প্রমোশন নিয়ে ওপেনিংয়ে খেলতে নামা রেজিস চাকাভার ব্যাট থেকে। ছয় ও ৭ নম্বরে ব্যাট হাতে যথাক্রমে ৫৭ ও ৫৯* রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা-রায়ান বার্ল।
বাংলাদেশের বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
এদিন সবচেয়ে খরুচে বোলার সাইফুদ্দিন। ৮ ওভারে ৮৭ রান দেন এ তরুণ টাইগার পেসার। ১০ ওভারের স্পেলে মোস্তাফিজ নেন ৫৭ রানে। অফস্পিনার মাহমুদুল্লাহ নেন দুই উইকেট। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।
চলতি সিরিজে এটি দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। প্রথম ওয়ানডেতে ২৭৬ রানের পুঁজি নিয়ে জয় দেখেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা জয় পায় ২৪০ রান তাড়া করে।