ফিদে বিশ্বকাপ শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৭ এএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৩৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাশিয়ার সোচি শহরে গতকাল শুরু হয়েছে ফিদে বিশ্বকাপ দাবা। পুরুষ ও নারী- দুই বিভাগে বাংলাদেশের হয়ে অংশ নেবেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ দলের প্রতিনিধি হিসেবে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান জোন ৩.২ চ্যাম্পিয়ন হিসেবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন জোন-৩.২ মহিলা চ্যাম্পিয়ন হিসেবে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবায় অংশ নিচ্ছেন। ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ প্যারাগুয়ের গ্র্যান্ড মাস্টার ডেলগাডো রমিরেজ নেয়ুরিজের ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়ার সঙ্গে খেলবেন। অন্যদিকে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন আমেরিকার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার ইয়েপ ক্যারিসসার সঙ্গে বোর্ডে লড়বেন। প্রথম রাউন্ডে প্রত্যেকে দুটি খেলায় অংশ নেবেন। একটি সাদা ঘুঁটি নিয়ে এবং একটি কালো ঘুঁটি নিয়ে। প্রথম রাউন্ডের ফলাফল সমান হলে র্যাপিড ও ব্লিটজ দাবার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের বিজয়ী নির্ধারিত হবেন। ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় ২০৬ জন এবং ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবায় ১০৩ জন দাবাড়– অংশ নিচ্ছেন।