ভারতীয় সিইওকে বহিষ্কার করল আইসিসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২৯ পিএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:০৫ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব মানু সোহনিকে প্রধান নির্বাহী পদ থেকে বহিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) আইসিসির সভাপতি গ্রেগ বার্কলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বোর্ডসভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঘোষণা দেয়া হয়, এখন থেকে মানু সোহনি আর আইসিসির সাথে যুক্ত নন। তাকে অপসারণের সিদ্ধান্তে সভায় কেউ আপত্তি জানাননি। আইসিসির এমন কঠিন সিদ্ধান্তের বিষয়ে জানা গেছে, সোহনির আচরণে খুশি ছিলেন না আইসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
দুবাইয়ে অবস্থিত আইসিসির প্রধান কার্যালয়ের ৯০ শতাংশ কর্মীই সোহনির বিরুদ্ধে অভিযোগ জানান। এর পর গত মার্চে আচরণগত সমস্যার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় সোহনিকে। বিষয়টি নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক সংস্থা প্রাইসহাউজ ওয়াটার কুপার্স। এতে সোহনির ওপর আনা প্রায় সব অভিযোগের সত্যতা মেলে।
২০১৯ সালের ১ এপ্রিল আইসিসির প্রধান নির্বাহীর পদে দায়িত্ব গ্রহণ করেন সোহনি। জনপ্রিয় সংগঠক ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন তিনি। কিন্তু মেয়াদ শেষের অনেক আগেই তাকে অপসারণ করল আইসিসি।
ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি একসময় সাংবাদিকতা করতেন। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।