আইপিএল নয়, বাংলাদেশ সফরে আসবেন বাটলার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৪ এএম, ২৩ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ১১:৩৪ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের দিকে দুবাইয়ে বসতে যাচ্ছে আইপিএলের স্থগিত আসর। তবে এ বছর ক্রিকেটারদের আর আইপিএলের জন্য ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইপিএলের স্থগিত ম্যাচগুলো যখন অনুষ্ঠিত হবে, ওই সময় পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে ইয়োইন মরগ্যানের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাই দেশকে গুরুত্ব দিচ্ছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার।
গত ৪ মে কঠিন জৈব সুরক্ষা বলয়ের মাঝেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটায় আইপিএল বন্ধ করে দেওয়া হয়। স্থগিত আইপিএলে খেলা প্রসঙ্গে বাটলার বলছেন, 'সাধারণত আইপিএলোর সময় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকে না। ফলে প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশের নামী ক্রিকেটাররা অংশ নিতে পারে। কিন্তু এবার ব্যাপারটা অন্য রকম। আইপিএলের দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটি আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব।'
এদিকে গত কয়েকটি সিরিজে ইংল্যান্ডের 'রোটেশন পলিসি' নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বাটলার মনে করেন, ক্রিকেটারদের বিশ্রাম দিতে এই পদ্ধতি সঠিক। তার ভাষায়, 'তিন ধরনের ক্রিকেটেই আমাদের দল অনেক ম্যাচ খেলে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে প্রচুর তরুণ ক্রিকেটার উঠে আসছে। সবার সমান সুযোগ পাওয়া উচিত। ইসিবি সেই কাজটাই করছে। এছাড়া করোনার জন্য এই রোটেশন পলিসি নিতে বাধ্য হয়েছে আমাদের ক্রিকেট বোর্ড।'