বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৫৮ এএম, ২৪ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:৫০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনাভাইরাস পরবর্তীতে যে দুটি দেশের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল, তাদের অন্যতম দল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে ক্যারিবিয়ানরা হারলেও তাদের পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল।
ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশে আসার দিনক্ষণও চূড়ান্ত । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসবেন ক্যারিবিয়ানরা। তবে তার আগে বাংলাদেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দল আসবে বাংলাদেশে। তাদের মধ্যে রয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক, মেডিকেল দলের সদস্য ও আইসিসির সদস্য ডাক্তার অক্ষয় মানসিং এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপক পস্লো। আগামী ২৮ নভেম্বর তারা বাংলাদেশে পা রাখবেন। অবস্থান করবেন ৩ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলাদেশ যদি ইংল্যান্ডের মতো নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে তাদের আর কোনো অভিযোগ নেই।
তিনি আরও বলেছিলেন, তারা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে শ্রদ্ধা করেন এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পছন্দ করেন। তাই শক্তিশালী স্কোয়াডটিই বাংলাদেশে পাঠাবেন।
সূত্রঃ ক্রিকইনফো