লেবাননে বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও মে দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৯ পিএম, ২৪ মে,সোমবার,২০২১ | আপডেট: ১০:৫০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল রবিবার (২৩ মে) এ উপলক্ষ্যে বৈরুতে আলকোলা "পেনাসুল" হল রুমে অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ফেডারেল অফ ট্রেড ইউনিয়ন প্রেসিডেন্ট কেষ্ট আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক ওয়াসীম আকরাম, শ্রমিক ইউনিয়ন নেত্রী মায়া বেগম, সুফিয়া আক্তার, মাবিয়া আক্তার।
প্রধান অতিথি কেষ্ট আব্দুল্লাহ তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বে মহামারি করোনা ভাইরাস প্রতিনিয়ত সংক্রমিত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরন করছে। এর থেকে পরিত্রাণের জন্য এদেশের সরকার টিকা দেয়া শুরু করলেও প্রবাসীরা টিকা পেতে অনেক সময়ের ব্যাপার তাই লেবানন ফেডারেল অফ ট্রেড ইউনিয়ন অফিসে বাংলাদেশি প্রবাসীদের জন্য যারা টিকা নিতে আগ্রহী তাদের নাম ও মোবাইল নাম্বার নিবন্ধন করতে আহবান জানান। সবাইকে নিজে নিরাপদে থেকে অন্যকেও নিরাপদ রাখার অনুরোধ জানান তিনি।
সভাপতি তার বক্তব্যে বলেন, লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়ন ২০১৭ সালে পহেলা মে প্রতিষ্ঠিত হয়ে পাঁচ বছর পার হল। দীর্ঘদিন ধরে সংগঠনটি অসহায় প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে।
মে দিবস উপলক্ষে তিনি বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই মে দিবসে প্রবাসী শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নের দীপ্ত শপথ নেওয়ার দিন।
এছাড়াও বক্তব্য রাখবেন,আবদুল আওয়াল, মোহাম্মদ রনি, এসএম জসিম, জিএস সুমন, আবদুল হাকিম, কামাল উদ্দিন, নিলু মোল্লা, এমডি কামাল, আনোয়ার আক্কন, রবিউল ইসলাম রুবেল, রাকিবুল ইসলাম, সামির হোসেন সহ অনেকে।