ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪১৯৪, শনাক্ত দুই লাখ ৫৭ হাজার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ২২ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৫৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফের করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখলো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৯৪ জন।
একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৭ হাজার। করোনার পরীক্ষার সংখ্যাও অনেক বাড়িয়েছে ভারত। গত একদিনে ২০ লাখ ৬৬ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশটিতে। শনিবার (২২ মে) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত জুড়ে প্রাণ হারিয়েছেন তিনশ'র বেশি চিকিৎসক। যার মধ্যে শুধু বিহারেই কোভিডে মারা গেছে ৮০ চিকিৎসক। এমনটাই দাবি করেছে দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
সংস্থাটি জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে এখনো পর্যন্ত ৩২৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। দিল্লিতে মৃত্যু হয়েছে ৭৩ জনের। উত্তরপ্রদেশে ৩১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আইএমএর মতে, সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলো মিলিয়ে দেশে প্রতিদিন গড়ে ২০ জন চিকিৎসকের মৃত্যু হচ্ছে।