ইসরাইলি বোমায় গাজায় প্রতি ঘণ্টায় আহত ৩ শিশু : সেভ দ্য চিলড্রেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৪ এএম, ১৮ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:০৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইসরাইল গত এক সপ্তাহব্যাপী হামলা চালানো শুরু করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতি ঘণ্টায় প্রায় তিন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।
আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার থেকে ইসরাইলের চালানো হামলায় গাজা উপত্যকায় অন্তত ৫৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৬৬ শিশুসহ এক হাজারেরও বেশি মানুষ। আর ইসরাইলেও দুই শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জ্যাসন লি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে উদ্যোগ নেয়ার আগে আর কত পরিবারকে তাদের প্রিয়জনকে হারাতে হবে? যখন বাড়িগুলোতে বোমা হামলা চালানো হয়, তখন শিশুরা কোথায় যাবে? গাজার পরিবারগুলো ও সেখানে কর্মরত আমাদের সহকর্মীরা বলছেন, তারা এমন এক অবস্থায় রয়েছেন যা জাহান্নামের মতো, তাদের আশ্রয় চাওয়ার কোনো জায়গা নেই এবং দৃশ্যত এই পরিস্থিতির কোনো সমাপ্তিও নেই, বলেন লি। আল জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি।