ভারতে করোনায় একদিনে মৃত্যু- ৪০৯২, শনাক্ত- চার লাখের বেশি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪২ পিএম, ৯ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ভারতে গতকাল শনিবারও এক দিনে চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিনও দেশটিতে চার হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে।
আজ রবিবার (৯ মে) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতে গতকাল ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার জন। বৃহস্পতিবার ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন শনাক্ত হয়। ভারতে আগে কখনো এক দিনে এত রোগী শনাক্ত হয়নি। বুধবার ৪ লাখ ১২ হাজার ২৬২ জন শনাক্ত হয়। মঙ্গলবার শনাক্ত হয় ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন। সোমবার শনাক্ত হয় ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। রোববার শনাক্ত হয় ৩ লাখ ৬৯ হাজারের বেশি রোগী। শনিবার শনাক্ত হয় ৩ লাখ ৯২ হাজারের বেশি রোগী।
ভারতে গতকাল করোনায় সংক্রমিত হয়ে ৪ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন দেশটিতে রেকর্ড ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়। এদিনই ভারতে প্রথম এক দিনে চার হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটল। গতকাল দ্বিতীয় দিনের মতো দেশটিতে চার হাজারের বেশি মানুষ করোনায় মারা গেল।
বৃহস্পতিবার ভারতে ৩ হাজার ৯১৫ জন করোনায় মারা যান। বুধবার মারা যান ৩ হাজার ৯৮০ জন। মঙ্গলবার ৩ হাজার ৭৮০ জন করোনায় মারা যান। সোমবার মারা যান ৩ হাজার ৪৪৯ জন। রোববার মারা যান ৩ হাজার ৪৫৫ জন। শনিবার মারা যান ৩ হাজার ৬৮৯ জন।
সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪। মোট প্রাণহানি ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনের।
গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়।
গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তার আগে টানা নয় দিন ধরে দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিন লাখের বেশি। তারও আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর টানা এক সপ্তাহ ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাওয়ার পর গত ২৭ এপ্রিল থেকে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরে ওঠে। দেশটিতে প্রায় এক সপ্তাহ ধরে গড়ে সাড়ে তিন হাজারের মতো মানুষ করোনায় মারা যাচ্ছিলেন। গত দুই দিন দেশটিতে মৃত্যু চার হাজারের বেশি।
বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এই রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সম্প্রতি সংক্রমণের দিক দিয়ে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত।