আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ৩০ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:২৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আবুধাবিতে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) বাদ আসর বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আবুধাবী'র সভাপতি ও সংযুক্ত আরব আমিরাত শ্রমিকদলের সিনিয়রধ সহ-সভাপতি সরোয়ার আলম ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অথিতি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সহ-সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব মুহাম্মদ জাকির হোসেন খতিব।
দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।
প্রধান অথিতির বক্তব্যে জাকির হোসেন খতিব বলেন, বিএনপি চেয়ারপার্সন দীর্ঘদিন ধরে অসুস্থ, এরপরে মিথ্যা মামলায় আটকে রেখে তাকে মানসিক যন্ত্রণা দেয়া হয়েছে। তার নিয়মিত চিকিৎসা নিয়ে সরকার কম তালবাহানা করেনি যা সারাদেশের মানুষ দেখেছে। বিএনপি ও বেগম জিয়ার পরিবারের অনেক দাবিকে উপেক্ষা করে একটি ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় তাকে আটকে রেখে প্রচুর মানসিক চাপ প্রয়োগ করা হয়েছে। যার কারনেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। জাতি এর জন্য সরকারকে পুরোপুরি দায়ী করে।
সরোয়ার আলম ভুট্টো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে অবৈধ সব মামলা থেকে অব্যাহতি দেওয়া দরকার। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে, আ'লীগ সরকার তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। দেশবাসীর ভালোবাসা ও দোয়ায় তিনি বেঁচে আছেন। আজ দেশনেত্রী বেগম জিয়া করোনা আক্রান্ত ও চিকিৎসাধীন। এই অবস্থায়ও তাকে মুক্তি দেওয়া হচ্ছেনা। অন্যদিকে আওয়ামী খুনিরা বীরদর্পে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, সন্ত্রাসীরা জামিন নিয়ে মুক্ত হয়ে যায়।
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আবুধাবির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন বাবলু'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউএই জাতীয়তাবাদী ফোরাম নেতা ওবাইদুল হক রোকন, মুহাম্মদ সরোয়ার উদ্দিন।
দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরাম নেতা আজম তালুকদার, সাহাব উদ্দিন, ওসমান ফারুক, জাহাংগীর আলম, শাহিন চৌধুরী, মোহাম্মদ ফারুক, নঈম উদ্দিন, আজম উদ্দিন, মুহাম্মদ ইলিয়াস, মাহবুবুল আলম, গোলাফর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনায় করেন হাফেজ মুহাম্মদ রেজাউল করিম।