ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত- ২৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩০ পিএম, ২৫ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ১২:২৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত ও ৪৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
গতকাল শনিবার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে আজ রবিবার (২৫ এপ্রিল) খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাগদাদের দক্ষিণ-পূর্ব দিকের দিয়ালা ব্রিজ এলাকার ইবনে খতিব হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পরই সেখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে একটি সূত্রের দাবি। হাসপাতালটিতে অসংখ্য কোভিড-১৯ রোগী আছে বলে জানা গেছে।
আগুন লাগার পরপরই অনেক অ্যাম্বুলেন্স হাসপাতালের দিকে ছুটে আসে এবং আহত ব্যক্তিদের বের করে নিয়ে আসছিল, জানান রয়টার্সের স্থানীয় ফটোগ্রাফার। মেডিক্যাল সূত্র জানিয়েছে, আহত রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইরাকি সিভিল ডিফেন্স ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান জানান, পালমোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিটের মেঝেতে আগুন লাগে এবং হাসপাতালে থাকা ১২০ জনের মধ্যে ৯০ জন রোগীকেই উদ্ধার করা হয়েছে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অপরদিকে আতঙ্কিত লোকজন ঘটনাস্থল ত্যাগ করছেন।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
গত ফেব্রুয়ারি থেকেই ইরাকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশটিতে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ২৮৮। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ২১৭ জন।