স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মালয়েশিয়া উপ কমিটির মিলাদ মাহফিল ও পরিচিতি সভা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৩ পিএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৩২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট গ্রন্থপ্রণেতা, সংবিধান বিশেষজ্ঞ, উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, সাবেক সাংসদ, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ ,বিএনপির ভাইস-চেয়ারম্যান মরহুম জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে মালয়েশিয়া বিএনপি ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মালয়েশিয়া উপ কমিটির উদ্যেগে দোয়া, মিলাদ মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২০ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার দিকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এ মিলাদ মাহফিল ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও দলের সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক তালহা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাপান থেকে সংযুক্ত ছিলেন সহ-আন্তর্জাতিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, আহ্বায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় কমিটি ড. শাকিরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতার সুর্বনজয়ন্তী উদযাপন এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় সমন্বয় কমিটির যুগ্মআহ্বায়ক ও মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। বক্তারা সবাই ব্যারিস্টার মওদুদ আহমদের কর্মময় জীবন তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, দেশের দুঃসময়ের কাণ্ডারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপসহীন রাজনীতিক ও বরেণ্য এই আইনজীবী ছিলেন নিরহংকারী ও দেশ-দরদী নেতা। মহান এই নেতার আকস্মিক মৃত্যুতে মালয়েশিয়া বিএনপি গভীরভাবে শোকাহত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তাঁর অবদান ছিল অপরিসীম।
ব্যারিস্টার মওদুদ আহমদ বর্তমান সরকারের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা উপেক্ষা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন সর্বদা অবিচল।
শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে এবং দেশের জনগণের কল্যাণে মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মালয়েশিয়া উপ কমিটির নেতাকর্মিদেরকে স্বাগত জানান অতিথিরা। স্বাধীনতা সুবর্ণজয়ন্তী সফল করার ব্যাপারে দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, অন্যদের মাঝে বক্তব্য দেন, দলের সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, এসএম রহমান তনু ও এমজে আলম, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি যুবদল মঞ্জ খাঁ, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি বাদল আহম্মেদ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন, দলের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক এস এম বশির আলম,তথ্য প্রযুক্তি ও আর্কাইভ সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, সহ-সেচ্ছাসেবক সম্পাদক কাজী সোহেল মাহমুদ, চেরাস বিএনপির সভাপতি সাইফুল্লা পলাশ, সভাপতি কেএল সেন্ট্রাল (ব্রিক ফিল্ড) বিএনপি আবুল কাশেম নয়ন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, জোহর প্রদেশ বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তফা হাসান, সাধারণ সম্পাদক বিএনপি জোহর আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বিএনপি বুকিট বিন্তাং আনোয়ার হোসেন সেলিম, যুবনেতা মোঃ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন, যুবদল সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, সহ-সাধারন সম্পাদক মোঃ রমজান আলী, যুব নেতা মোঃ জাহাঙ্গির হাওলাদার, জাসাস নেতা শেখ আসাদুজ্জামান মাসুম, যুবনেতা কেএ সবুজ, মারুফ এলাহী, মোঃ আল ইমরান ও রাজা খান, রেজাউল খান, ইঞ্জিনিয়ার মোঃ শাহ জালাল, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মোশারফ হোসেন হৃদয়, ইসহাক মিয়া সহ অংগ সহযোগী ও আঞ্চলিক কমিটির নেতাকর্মীবৃন্দ।
দোয়া ও মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।