দ. এশিয়ায় ২ লাখ ৩৯ হাজার মা-শিশুর মৃত্যু হতে পারে : জাতিসংঘ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৪ এএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১৭ এএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়ে দক্ষিণ এশিয়ায় আনুমানিক দুই লাখ ৩৯ হাজার মা ও শিশুর মৃত্যু হতে পারে উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। প্রতিবেদনে আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবাসকারী ১৮০ কোটি মানুষের ওপর ফোকাস করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নারী, শিশু ও কিশোর-কিশোরীরা করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৮৬ হাজার জন মারা গেছেন। প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল, ফার্মেসিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পরিষেবার পর্যাপ্ততার অভাবে এই ছয় দেশে পাঁচ বছরের কম বয়সী অন্তত দুই লাখ ২৮ হাজার অতিরিক্ত শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
এতে বলা হয়েছে, ২০২০ সালে শিশু মৃত্যুর হার ভারতে সর্বোচ্চ বেড়েছে দাঁড়িয়েছে ১৫ দশমিক চার শতাংশে। এরপরেই আছে বাংলাদেশ। বাংলাদেশে শিশু মৃত্যুর হার ১৩ শতাংশ। শ্রীলঙ্কায় মাতৃত্বকালীন মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক পাঁচ শতাংশ। ২১ দশমিক তিন শতাংশ মাতৃত্বকালীন মৃত্যু হার নিয়ে এরপরেই আছে পাকিস্তান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনাকালে গর্ভনিরোধক সামগ্রীর অভাব বা ক্রয় ক্ষমতা না থাকায় অন্তত ৩৫ লাখ অপ্রত্যাশিত গর্ভধারণ হয়েছে। এই সন্তান সম্ভবাদের মধ্যে আছেন অন্তত চার লাখ কিশোরী।