আর্জেন্টিনায় প্রেসিডেন্টের গাড়িতে হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:০১ পিএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৭:২০ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের গাড়িতে হামলা করেছে বিক্ষোভকারীরা।
আজ রবিবার (১৪ মার্চ) দেশটির পাতাগোনিয়া অঞ্চল সফরে গেলে তিনি এ হামলার শিকার হন বলে ব্রিটিশ সবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গেছে, চুবুত নামক এলাকায় সোনা, রূপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ আছে। এ কারণে ওই এলাকায় পুনরায় খননের পরিকল্পনা করছে আর্জেন্টিনা সরকার।
মূলত, সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
এদিকে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাতাগোনিয়া যান দেশটির প্রেসিডেন্ট। দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা প্রেসিডেন্টের গাড়ি ঘিরে ধরে স্থানীয়রা।
উত্তেজিত জনতা তার গাড়িতে পাথর নিক্ষেপ করেছে এবং অনেকে গাড়িতে কিল-ঘুষিও মেরেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।