মাহবুবুর রহমান জামানের স্বরণে মালয়েশিয়া যুবদলের দোয়া ও আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১১:০৪ এএম, ৭ অক্টোবর,সোমবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া যুবদল।
দপ্তর সম্পাদক বাদল কারার এর পরিচালনায় মালয়েশিয়া বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক ও যুবদলের সহ-সভাপতি মঞ্জু খাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবনেতা জসিম উদ্দিন।
দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তালহা মাহমুদ ,মালয়েশিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, আরাফাত হোসেন কালু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী সোহেল মাহমুদ, যুবদল মালয়েশিয়ার সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত, আম্পাং যুবদলের সভাপতি তুহিন শেখ, জোহর প্রদেশ যুবুদল এর সভাপতি কে এ সবুজ, সহ প্রচার সম্পাদক হাবিবুর রহমান চুন্নুসহ আরো অনেকে।
দোয়া ও আলোচনা সভায় বক্তারা মাহবুবুর রহমান জামানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি অতিথির বক্তব্য যুবনেতা জসিম উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম মাহবুবুর রহমান জামান জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণ:রুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার অবদান বিএনপি কখনও ভুলবে না।
আমি মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে মরহুম মাহবুবুর রহমান জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"
আলোচনা শেষে মাহবুবুর রহমান জামানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।