সেনাবাহিনীকে উপেক্ষা করে মিয়ানমারের রাস্তায় বিক্ষোভ অব্যাহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৪৬ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
সেনাবাহিনীর বিধিনিষেধ ও হুঁশিয়ারি উপেক্ষা করে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভে রাস্তায় নেমেছে মিয়ানমারের জনগণ।
আজ শনিবার বিক্ষোভে দেশটির হাজার হাজার মানুষ জড়ো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গনে বিক্ষোভে নেমেছে। একইসঙ্গে রাজধানী নেপিডোর বিভিন্ন রাস্তায় বিক্ষোভকারীরা আন্দোলনে। এছাড়া মানদালায় এবং অন্যান্য শহরে বিক্ষোভ দেখা গেছে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় শুক্রবার জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে ৩৫০-এর বেশিজনকে মিয়ানমার সেনাবাহিনী গ্রেফতার করেছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তা, অ্যাক্টিভিস্ট, সাধু এবং সাংবাদিকরা আছেন।
রয়টার্সের আরও জানিয়েছে, সরকারের সমালোচনাকারীদের গ্রেফতারের ভিডিও মিয়ানমারের জনগণের ক্ষোভ ক্রমশ বাড়িয়ে তুলছে। এছাড়া রাতের অন্ধকারেও গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা।
এর আগে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা করা হয়েছে, পাঁচজনের বেশি একত্রে হওয়া যাবে না। পাশাপাশি সমাবেশের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়।
তবে এসব বিধিনিষেধ তোয়াক্কা না করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী।