মানব পাচার : মালয়েশিয়ায় বাংলাদেশি ‘দাতুক’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:৩৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মানব পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে এক বাংলাদেশি ‘দাতুক’কে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি)। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
‘দাতুক’ মালয়েশিয়ায় বেশ সম্মানজনক একটি পদবী। ধনী, অভিজাত এবং বিনিয়োগাকারীরা সম্মানিত এ পদবীর অধিকারী হন। যে বাংলাদেশি ‘দাতুক’কে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম প্রকাশ করেনি এমএসিসি; তবে এক বিবৃতি সংস্থাটি জানিয়েছে, তার বয়স চল্লিশের কিছু বেশি। দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি দাতুক মালয়েশিয়ায় আছেন এবং বর্তমানে তিনি একজন বিনিয়োগকারী।
যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা হলো— বাংলাদেশি এই দাতুক সম্প্রতি সরকারের কাছে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্রে দাতুক বলেছিলেন যে তার দু’টি প্রকল্প রয়েছে। এই প্রকল্প দু’টির জন্য ৬০০ জন বিদেশি শ্রমিক তার প্রয়োজন। তাকে যেন এই শ্রমিকদের নিয়ে আসার অনুমতি দেওয়া হয় এবং বিদেশি শ্রমিক নিলে সরকারকে যে কর প্রদান করতে হয়, তা থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়।
মালয়েশিয়ার আইন অনুসারে, বিদেশি শ্রমিক নিয়োগ দিতে হলে কর পরিশোধ করতে হয়। তিনি যদি ওই শ্রমিকদের মালয়েশিয়া আনতেন, তাহলে তাকে ৬ লাখ ৫০ হাজার রিংগিত কর হিসেবে পরিশোধ করতে হতো।
তবে পরে অনুসন্ধান করে এমএসিসি জানতে পারে, আবেদনপত্রে যে দু’ই প্রকল্পের বিষয়ে উল্লেখ করেছিলেন ওই বাংলাদেশি দাতুক, সেগুলো পুরোপুরি ভুয়া। বাস্তবে এসব প্রকল্পের কোনো অস্তিত্ব নেই।
গ্রেপ্তারের পর বাংলাদেশি দাতুককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়েছিল। বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
সূত্র : মালয় টাইমস, ফ্রি মালয়েশিয়া টুডে
দিনকাল/এমএইচআর