শুভ জন্মদিন এরদোয়ানের আধ্যাতিক গুরু এরবাকান
সোহেল সামি, দিনকাল
প্রকাশ: ০৮:১৫ এএম, ২৯ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৬:১১ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নাজমুদ্দিন এরবাকান হলেন তুরষ্কের একজন প্রয়াত রাজনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তুরষ্কের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ১৯৯৬ এর ২৮ জুন থেকে ১৯৯৭ সালের ৩০ জুন পর্যন্ত স্বীয় পদে বহাল ছিলেন। তাকেই মুলতো বর্তমান তুরস্কের ইসলামি ধারার রাজনীতি স্বপ্নদ্রষ্টা ভাবা হয়। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান সরাসরি তাঁর ছাত্র।
১৯৯৭ সালে এরবাকান তৎকালীন সামরিক বাহিনী কর্তৃক জোরপূর্বক পদচ্যুত হন এবং পরবর্তীতে তুর্কি সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতি লঙ্ঘন করে রাষ্ট্রনীতিতে ইসলামপন্থী প্রভাব বিস্তারের অভিযোগে তুর্কি সংসদ তাকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে।
নাজমুদ্দিন এরবাকান ক্ষমতায় থাকা কালে বাংলাদেশসহ সাতটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে ডি-৮ আন্তঃরাষ্ট্রীয় পারস্পারিক সহযোগী সমবায় গঠন করেন। গাজায় বিশেষভাবে সাহায্যকারী আলোচিত তুর্কি এনজিও আইএইচএইচ এর প্রতিষ্ঠাতাও তিনি।
এরবাকান উত্তর তুরস্কে কৃষ্ণ সাগর উপকূল সংলগ্ন সিনপে জন্মগ্রহণ করেন।
তাঁর লেখা দুটি গুরুত্বপূর্ণ বই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। বই দুটিতে তুরস্কের ইসলামি রাজনীতির পুনরুত্থান এবং তা ঠেকাতে ইহুদীদের ষড়যন্ত্রের বিষয়ে স্ব বিস্তার বর্ণনা রয়েছে।
১. দাওয়াম।
২. ইসলাম ও জ্ঞান।
এরবাকান ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আঙ্কারার গুভেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দিনকাল/এসএস