পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন মার্কিন ও কানাডার দুই বিজ্ঞানী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৫ পিএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০১:২৮ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন এবং কানাডার দুই বিজ্ঞানী। তারা হলেন জন জে. হোপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন।
এর মধ্যে জন জে. হোপফিল্ড প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি একজন মার্কিন পদার্থ বিজ্ঞানী। অন্যজন হলেন কানাডার বিজ্ঞানী জিওফ্রে ই. হিন্টন। তিনি ইউনিভার্সিটি অব টরন্টোর অধ্যাপক।
কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই, তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনকাল/এসএস