হোয়াইট হাউসের সামনে গায়ে আগুন লাগালেন ফিলিস্তিনপন্থী সাংবাদিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:১৯ পিএম, ৭ অক্টোবর,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:২১ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন এক সাংবাদিক।
এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আত্মাহুতির চেষ্টাকারী ফটোসাংবাদিকের নাম স্যামুয়েল মেনা জুনিয়র। স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।
গাজায় ইসরায়েলের আগ্রাসনের এক বছরকে সামনে রেখে শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিভিন্ন শহরে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন সময়েই হোয়াইট হাউজের সামনে ফটোসাংবাদিক স্যামুয়েল আত্মাহুতির চেষ্টা করেন। বিশ্বব্যাপী যুদ্ধবিরোধীর দাবিতে হওয়া আন্দোলনের অংশ হিসেবেই তিনি নিজের গায়ে আগুন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
সাংবাদিকের নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সেই ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মেনা জুনিয়রকে হোয়াইট হাউজের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেওয়ার পরে ব্যাথায় চিৎকার করতে দেখা যায়। এসময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য সেখানে ছুটে যায়। তবে ততক্ষণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায়।
দিনকাল/এসএস