ইতালিতে জাহাজে ৮ অভিবাসীর মরদেহ, নিখোঁজ ২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৫:০৬ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ইতালীয় উপকূলরক্ষীদের উদ্ধার করা একটি জাহাজ থেকে আট জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। এ ছাড়াও জাহাজে থাকা আরো দুজন নিখোঁজ রয়েছেন। ল্যাম্পেডুসা দ্বীপের উপকূল থেকে জাহাজটি উদ্ধার করার পর শুক্রবার একজন প্রসিকিউটর এসব তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, একই জাহাজ থেকে প্রায় ৪০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদের সিসিলির দক্ষিণে অবস্থিত ল্যাম্পেডুসার প্রধান বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ইতালীয় কর্তৃপক্ষ ১৫৬ জনকে বহনকারী আরো তিনটি বিপর্যস্ত জাহাজকে ল্যাম্পেডুসায় নিয়ে গেছে। দ্বীপটি ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীদের জন্য অন্যতম প্রধান প্রবেশপথ।
প্রসঙ্গত, ইতালি উত্তর আফ্রিকা থেকে অভিবাসীদের আগমন বৃদ্ধিজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় এক লাখ পাঁচ হাজার ১৪০ জন অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছে। ২০২১ সালে সেই সংখ্যা ছিল ৬৭ হাজার ৪৭৭ এবং ২০২০ সালে ৩৪ হাজার ১৫৪ জন।
জাতিসংঘ অনুমান করেছে, ২০২২ সালে মধ্য ভূমধ্যসাগর অতিক্রমের চেষ্টা করার সময় প্রায় এক হাজার ৪০০ অভিবাসী মারা গেছে।
সূত্র : রয়টার্স