সুচির ঘনিষ্ঠ সহযোগী আরেক নেতা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:২৫ পিএম, ৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:৪৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তারকৃত সুচির ডান হাত হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ইয়াঙ্গুনে মেয়ের বাসা থেকে তিনি গ্রেপ্তার হন। তিনি পুলিশ হেফাজতে আছেন বলে জানিয়েছে এনএলডি।
এনএলডির প্রেস কর্মকর্তা কি টোয়ে এ তথ্য নিশ্চিত করে বলেন, হেটেনকে নেপিডোয় পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে। তিনি দীর্ঘসময় রাজবন্দী ছিলেন।
হেটেনকে গ্রেপ্তারের পর মিয়ানমারজুড়ে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। রাজধানী নেপিডোয় সেনা টহল বাড়ানো হয়েছে।
৭৯ বছরের উইন হেটেন নিজ দেশের সেনাবাহিনী সম্পর্কে এর আগেও বহুবার মন্তব্য করেছিলেন। জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময়ে আটক করা হয়েছে। আন্তর্জাতিক ও মিয়ানমারের গণমাধ্যমে সু চি কী ভাবছেন তা তার মাধ্যমে জানার চেষ্টা করা হয়। সু চিকে গ্রেপ্তারের আগে উইন হেটেন স্থানীয় ইংরেজি গণমাধ্যমকে বলেন, ‘সেনাবাহিনী অবিবেচকের মতো কাজ করছে। সেনাবাহিনী দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে।’
সেনা অভ্যুত্থানের পর হেটেন বলেন, ‘সেনাবাহিনী আমাদের সরকারকে ধ্বংস করে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। দেশের প্রত্যেককে যতটা সম্ভব প্রতিবাদ জানাতে হবে।’