পেরুতে জরুরি অবস্থা জারি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৯ পিএম, ১৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:২৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর বুধবার (১৪ ডিসেম্বর) পেরু জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে সহিংসতায় প্রাণ হারিয়েছেন সাতজন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পেরুতে ভাঙচুর ও সহিংসতা অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আলবার্তো ওতারোলা দেশে নতুন ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
কাস্টিলোর সমর্থকরা তার মুক্তি ও দেশে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। কংগ্রেস বিপ্তি ঘোষণার আদেশ জারি করার চেষ্টা করার পর গত সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়।