তুরস্কে বিস্ফোরণ: ‘বোমা রাখা ব্যক্তি’ গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪২ এএম, ১৪ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:০০ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় আহত বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এ ঘটনায় ওই সড়কে বোমা রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু।
গতকাল বিস্ফোরণের দিন জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সে সময় তিনি বলেন, তুর্কি জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ব্যর্থ হবে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই রোববার রাতে দেওয়া বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এক নারীকে এ বিস্ফোরণের জন্য দায়ী মনে করা হচ্ছে।
রোববার দেশটির স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তখন বলা হয়, এটি আত্মঘাতী বোমা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া তাৎক্ষণিকভাবে টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
এদিন অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে। ভিডিওতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা যায়। অন্যান্য ফুটেজে দেখা গেছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের উপস্থিতি।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, ওই এলাকার রাস্তা ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্তিকলাল অ্যাভিনিউ পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। সেখানে বিভিন্ন দোকানপাট ও রেস্টুরেন্ট রয়েছে।
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল। জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে। তবে রোববারের এই হামলার বিষয়ে কোনো সতর্কবার্তা ছিল না।