সরাসরি সম্প্রচার করা হচ্ছে জো বাইডেন ও কমালা হ্যারিস এর শপথ গ্রহণের মুল অনুষ্ঠান(ভিডিও সহ)
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৫ এএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
অভিষেকের দিনের আগ পর্যন্ত প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজে যাবেন না - এই অভিষেক অনুষ্ঠান একটি রাজনৈতিক কর্মসূচী, যেখানে মি. বাইডেন এবং কমালা হ্যারিস নিজ নিজ পদের জন্য শপথ গ্রহণ করবেন।
আইন অনুযায়ী, অভিষেকের দিনটি হলো ২০শে জানুয়ারি। সাধারণত উদ্বোধনী বক্তব্যটি দেয়া হয় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল সাড়ে এগারোটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা), আর তার ঠিক আধঘণ্টা পর মধ্যাহ্নের সময় জো বাইডেন এবং কমালা হ্যারিস শপথ নেবেন।
তারপর হোয়াইট হাউজে চলে যাবেন জো বাইডেন, যেটা হতে যাচ্ছে তার আগামী চার বছরের কর্মস্থল ও বাসস্থান।
বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় সশরীরে উপস্থিত থাকবেন, এটা যুক্তরাষ্ট্রে একটা প্রথায় পরিণত হয়েছিল। যদিও এই প্রথা কখনো কখনো অপ্রস্তুত ও অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি করে।
কিন্তু এই বছর সেই অনাকাঙ্খিত পরিস্থিতিতে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা - অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট হাজিরই হচ্ছেন না।
৮ই জানুয়ারিতেই একটি টুইট করে সেটি জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন: "যারা যারা জানতে চেয়েছেন তাদের সবার উদ্দেশ্যে, ২০শে জানুয়ারির অভিষেকে আমি যাচ্ছি না"।
জো বাইডেন ও কমালা হ্যারিস এর শপথ গ্রহণ দেখুন এখানে