ক্যাপিটল ভবনের পাশে আগুন, ভবন লকডাউন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১৮ পিএম, ১৯ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:০০ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের অদূরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাপিটল ভবন লকডাউন করে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল ১৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ক্যাপিটল ভবন থেকে প্রায় ১০০ ব্লক দূরে এই দুর্ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাপিটল ভবনে অ্যালার্ম বেজে ওঠে।
নগরীর ফায়ার এবং ইএমএসের মুখপাত্র ভিটো মিগিওলো বলেন, একটি হোমলেস তাঁবু থেকে এই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা ন্যাশনাল গার্ডের সদস্যদের যার যার অবস্থানে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যাপিটল পুলিশের মুখপাত্র ইভা মালেকি বলেন, ক্যাপিটল ভবন সুরক্ষিত আছে। ভবনে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
ক্যাপিটল ভবনে এখন ন্যাশনাল গার্ডের কয়েক শ সদস্য অবস্থান করছেন। তাঁরা পুরো ভবন ঘিরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ২০ জানুয়ারি শপথ নেবেন। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে ক্যাপিটল ভবন ও গোটা রাজধানী ওয়াশিংটনকে। প্রায় ২৫ হাজার ন্যাশনাল গার্ড এবং আটটি রাজ্য থেকে পুলিশ ওয়াশিংটন ডিসির নিরাপত্তা রক্ষায় কাজ করছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত কড়া নিরাপত্তার মধ্যে আগে কখনো কোনো প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি।