নেপালে ২২ যাত্রীসহ মাঝআকাশে বিমান নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নেপালে ২২ যাত্রীসহ মাঝআকাশে একটি বেসরকারি বিমান সংস্থার একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। যাত্রীদের মধ্যে রয়েছেন ৪ জন ভারতীয়, ৩ জন জাপানি নাগরিক।
আজ রবিবার (২৯ মে) সকালে উড্ডয়নের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে।
বিমান সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পর্যটনের জন্য জনপ্রিয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। বিমানটি খুজতে অভিযান শুরু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তারা এয়ারের একটি বিমান পর্যটন শহর পোখরা থেকে উড্ডয়ন করে। এটি দেশটির রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর পশ্চিমে।
জেলা প্রধান কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা বলেন, 'বিমানটি মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে এটি যোগাযোগে আসেনি।'
জোমসোম বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দাবি, তাদের কাছে জোমসোমের ঘাসায় একটি বিকট শব্দ হওয়ার সম্পর্কে রিপোর্ট রয়েছে। মুস্তাং জেলা পুলিশ অফিসের ডিএসপি রাম কুমার দানি জানিয়েছেন, বিমানের অনুসন্ধানে হেলিকপ্টার পাঠানো হচ্ছে।