রাশিয়ার কয়লা আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৪ এএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:০৫ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার কয়লা এবং ইইউ ব্লকের বন্দরসমূহে রাশিয়ান জাহাজের ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। ইউরোপীয় কাউন্সিলের ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পঞ্চম দফার এই নিষেধাজ্ঞাগুলো ‘খুবই গুরুত্বপূর্ণ’।
এই রফতানি নিষেধাজ্ঞা প্যাকেজে মধ্যে উচ্চ প্রযুক্তির পণ্যসহ রাশিয়ার ১০ বিলিয়ন ইউরো রফতানির উপর কার্যকর হবে এবং অনেকগুলোতে রুশ ব্যাংকের সম্পদ ফ্রিজিং হবে।
নিষেধাজ্ঞা ছাড়াও ইইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ৫০০ মিলিয়ন ইউরো অর্থায়নের প্রস্তাব সমর্থন করেছে। এতে ইউক্রেনে মোট বরাদ্দ দাঁড়াবে ১৫০ কোটি ইউরো। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল টুইটারে বলেছেন, প্যাকেজটি ‘দ্রুত অনুমোদন করা হবে।’
কিয়েভের কাছে বুচায় গত সপ্তাহান্তে অনেক বেসামরিক লোকের লাশ পাওয়া যাওয়ার পর ইউরোপীয় কমিশন নতুন আর্থিক ব্যবস্থার প্রস্তাব দেয়।
রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো এই প্রথমবারের মতো রুশ জ্বালানি খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ইইউ দেশগুলো তাদের ৪৫ শতাংশ কয়লা আমদানি করে রাশিয়া থেকে, যার বার্ষিক মূল্য ৪ বিলিয়ন ইউরো।
শুক্রবার ইইউ‘র অফিসিয়ার জার্নালে এই নতুন প্যাকেজ প্রকাশের ১২০ দিন পর আগস্টের শুরুতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার বছরে প্রায় ৫.৫ বিলিয়ন ইউরো রফতানির ‘গুরুত্বপূর্ণ কাঁচামাল ও সরঞ্জাম’ পণ্যের তালিকাও এই নিষেধাজ্ঞা প্যাকেজে অন্তর্ভূক্ত করা হচ্ছে। সড়ক পথে ইউরোপের সঙ্গে রাশিয়ান এবং বেলারুশিয়ান বাণিজ্যও নিষিদ্ধ করা হয়েছে।