রাশিয়ার বিপক্ষে হামলা করবে ন্যাটো - বাইডেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:১২ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:১৬ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তার পাল্টা জবাব দেবে ন্যাটো। ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ন্যাটো এবং গ্রুপ অফ সেভেন- এর শীর্ষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ঠিক কী ধরণের জবাব দেয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
ব্রাসেলসে ন্যাটোর জরুরী সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর ‘অভুতপূর্ব’ ঐক্য দেখা গেছে। এরপরই রাশিয়াকে পাল্টা জবাবের ঘোষণা দিলেন বাইডেন। তার কাছে রাসায়নিক হামলার বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন যদি এই অস্ত্র ব্যবহার করে তাহলে পশ্চিমারা এর প্রতিক্রিয়া দেখাবে।
কোন মাত্রায় ব্যবহার করেছে তার উপর নির্ভর করছে কোন মাত্রায় প্রতিক্রিয়া দেখানো হবে। আপনারা এ কথা জানতে চান যে ন্যাটো কি রুশ বাহিনীর মোকাবেলা করতে করতে ইউক্রেনে প্রবেশ করবে! সেই সিদ্ধান্ত আমরা সময় মতো নেবো।
পশ্চিমা দেশগুলো বারবার দাবি করে আসছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করতে পারে।
বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যদি পুতিন এই অস্ত্র ব্যবহার করে তাহলে তার পরিণতি হবে ‘বিপর্জয়কর’। রাশিয়াকে এ বিষয়ে সাবধান করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টল্টেনবার্গও।
এই অস্ত্র ব্যবহার হলে কী পাল্টা ব্যবস্থা নেয়া হবে তা ঠিক করতে একটি জাতীয় নিরাপত্তা দল তৈরি করেছে হোয়াইট হাউজ। তবে ন্যাটোও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে প্রতিক্রিয়া দেখাবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, রাশিয়াকে প্রধান অর্থনীতি সমৃদ্ধ জি-২০ থেকে বাদ দেয়া উচিৎ এবং ইউক্রেনকে এতে যোগ দিতে দেয়া উচিত। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের এক মাস পূর্তির দিনে ন্যাটোর এই বৈঠক আয়োজিত হয়। সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, রাশিয়ার সঙ্গে অস্ত্র-বিরতি করার জন্য ইউক্রেনকে কি তার কোন অঞ্চল ছেড়ে দিতে হবে। তখন বাইডেন জবাবে বলেন, আমারতো মনে হয় না তাদের সেটা করতে হবে, তবে সে সিদ্ধান্ত শুধুমাত্র ইউক্রেনই নিতে পারে।
সংবাদ সম্মেলনে বাইডেন ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের সহায়তায় ১০০ কোটি ডলারেরও বেশি প্রদান করবে। একইসঙ্গে ইউক্রেনের এক লাখ নাগরিককে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি ইউক্রেন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখা এবং মানবাধিকার সুরক্ষার জন্য ৩২ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার ব্রাসেলস থেকে পোল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পোল্যান্ডে ২১ লাখ ইউক্রেনীয় শরনার্থী আশ্রয় নিয়েছে। এছাড়া ওই অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন রয়েছে যেখানে, সেখানেও সফর করবেন বাইডেন।