কিয়েভে গেলেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১৩ পিএম, ১৬ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১২:১৪ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২১তম দিন চলছে। রাজধানী কিয়েভ দখলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। সমগ্র ইউক্রেনে আর কোনো নিরাপদ এলাকা নেই। এরইমধ্যে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলতে কিয়েভ সফরে গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। এ খবর দিয়েছে বিবিসি।
রাজধানী কিয়েভে তখন কারফিউ চলছিল। ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণীও। শহরের চারদিক থেকেই হামলা করছে রুশ বাহিনী। এর মধ্যে ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে কিয়েভ গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা।
এই সফরের উদ্যোক্তা ছিল পোল্যান্ড। তারা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ পোলিশ সামরিক জেটের উড্ডয়ন রাশিয়ার কাছে বিপজ্জনক উস্কানি হিসেবে বিবেচিত হতে পারে। তবে তখনও এটা পরিষ্কার ছিলো না যে কখন তাদের বহনকারী ট্রেন ওয়ারশতে ফেরত আসতে পারবে।
এ সফর নিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেন নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে। মঙ্গলবার বিকেলে কারফিউ বলবৎ হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। উভয় নেতা তিন প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের এ লড়াই আমাদেরও লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হব।’
অন্যদিকে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘আপনারা নিজেদের জীবন ও স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি আপনারা আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়ছেন।’ এছাড়াও তিনি বলেন, ‘আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। আমরা আরও সাহায্য প্রদান ও সমর্থন অব্যাহত রাখব।’
ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন চেক প্রধানমন্ত্রী। এছাড়া ইউক্রেনীয় ভাষায় ইউক্রেনের প্রতি সংহতিও প্রকাশ করেন দুই নেতা।